নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 91 বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের বা লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহের শুরুতে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের উদ্বোধনী দর ছিল ৯ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৭ টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ২ টাকা ৪০ পয়সা বা ২৪.২৪ শতাংশ।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৯.৮০ শতাংশ,শাইনপুকুর সিরামিকের ৯.৩৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৯.৩১ শতাংশ, ই-জেনারেশনের ৮.৮৫ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৮.৪১ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৮.২৫ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৮.১৭ শতাংশ, বিডি থাই ফুডের ৭.৭৯ শতাংশ এবং জেনেক্স ইনফোসিসের ৭.১৬ শতাংশ দর কমেছে।
Posted ৮:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | saed khan