নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ০৩ মার্চ ২০২৩ | প্রিন্ট | 88 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৬ ফেব্রুয়ারি’২৩-০২ মার্চ’২৩) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইসলামি কামর্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের বা গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহের শুরুতে ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্সের উদ্বোধনী দর ছিল ৩৫ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩১ টাকা ৮০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৩ টাকা ৬০ পয়সা বা ১০.১৭ শতাংশ।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯.৬৮ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.০৯ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৮.১১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.১০ শতাংশ, এমারেল্ড অয়েলের ৬.৮৩ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৫.৭৯ শতাংশ, জুট স্পিনার্সের ৫.২৭ শতাংশ, বিডিকমের ৫.১৫ শতাংশ এবং বিডি ওয়েল্ডিংয়ের ৫.০৯ শতাংশ দর কমেছে।
Posted ২:০১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | saed khan