নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ জানুয়ারি ২০২২ | প্রিন্ট | 155 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৬-৩০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে সাভার রিফ্যাক্টরিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সাভার রিফ্যাক্টরিজের দর ছিল ২১৯ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৯১ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দর কমেছে ২৭ টাকা ৬০ পয়সা বা ১২.৬০ শতাংশ কমেছে। এর মাধ্যমে সাভার রিফ্যাক্টরিজ ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে ইস্টার্ন লুব্রিক্যান্টসের ১১.২৮ শতাংশ, এএমসিএল প্রাণের ৭.২৬ শতাংশ, স্টাইল ক্রাফটের ৭.২২ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ৭.১৩ শতাংশ, সোনালী আঁশের ৭.০৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৬.৯৯ শতাংশ, সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৬.৯৮ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৬.৪৯ শতাংশ এবং মেঘনা পেটের ৬.১২ শতাংশ।
Posted ৯:০৩ পূর্বাহ্ণ | শনিবার, ০১ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan