নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৪ জুন ২০২২ | প্রিন্ট | 146 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৯ মে-২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৫৯ কোটি ৪৭ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৯১ লাখ ৬৯ হাজার ৯০৪টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.২৯ শতাংশ।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪০ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩১ লাখ ৩৩ হাজার ৪৫৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২২ কোটি ৬৯ লাখ ২৬ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জিএসপি ফাইন্যান্সের ১০৫ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯৪ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার টাকার, জেএমআই হসপিটাল ৯১ কোটি ৭১ লাখ ৬০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৭৪ কোটি ৯১ লাখ ২৮ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৭৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৬৭ কোটি ৯১ লাখ ৩১ হাজার টাকার এবং এসিআই ফর্মুলেশনের ৬৬ কোটি ৬১ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ২:৫৯ অপরাহ্ণ | শনিবার, ০৪ জুন ২০২২
bankbimaarthonity.com | saed khan