বিদায়ী সপ্তাহে (১১-১৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে গ্রামীণ ফোন।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫০১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৭.৮৩ শতাংশ।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১০০ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৭৭ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে মেঘনা রয়েছে ব্র্যাক ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩২৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.০৯ শতাংশ।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৬৫ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৫৩ টাকা ১০ পয়সা।
সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- স্কয়ার ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৬৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬৫ শতাংশ।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৩৪ টাকা ৯০ পয়সা।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিসির ১৬৭ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা, রবি আজিয়েটার ১৬৬ কোটি ৮ লাখ টাকা, আইএফআইসি ব্যাংকের ১৬০ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা, সিটি ব্যাংকের ১৪৭ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা, টেকনো ড্রাগসের ১১০ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা, ইউনিলিভার কনজুমারের ১০৪ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা এবং এবি ব্যাংকের ৯৭ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।