নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ জুন ২০২২ | প্রিন্ট | 171 বার পঠিত
বেনাপোল কাস্টম হাউসের সাবেক কমিশনার এবং শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক বেলাল হোসাইন চৌধুরীর স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১ জুন) দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে পাঠানো নোটিশে বেলাল হোসাইন চৌধুরীকে আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।
দুদকের নোটিশটি বেলাল হোসাইন চৌধুরীর রাজধানীর এলিফ্যান্ট রোডোর বাসার ঠিকানায় পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস যে, ‘আপনি জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে- বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন’।
‘আপনার নিজ ও আপনার ওপর নির্ভরশীল ব্যক্তির নামে- বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়- দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করবেন’। ‘এ আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ধারা মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র মতে, বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে কিছু সিঅ্যান্ডএফ এজেন্টের সঙ্গে যোগসাজশে দুর্নীতির মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে নামে- বেনামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে। তার বিরুদ্ধে বাড়ি, গাড়ি ও অবৈধ সম্পদসহ বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে ২০১৯ সালে অনুসন্ধান শুরু করে দুদক। ২০১৯ সালে ৮ সেপ্টেম্বর দুদকের হাজির হওয়ার জন্য তলবও করা হয়েছিল। অভিযোগ রয়েছে, তিনি নানা অনিয়ম , ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমান সম্পদের মালিক হয়েছেন।
Posted ১:৫৩ অপরাহ্ণ | বুধবার, ০১ জুন ২০২২
bankbimaarthonity.com | rina sristy