| বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 79 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৮৭ পয়সা।
আলোচ্য বছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে ৭ টাকা ৪ পয়সা। আগের বছর যা ছিল ৫ টাকা ৯১ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ২ পয়সা।
আগামী ১৮ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ।
সামিট কর্তৃপক্ষ জানিয়েছে, মূলতঃ টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধির প্রভাবে কোম্পানির নিট মুনাফা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ব্যাপকভাবে কমে গেছে।
Posted ১২:১৯ অপরাহ্ণ | বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan