নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০ | প্রিন্ট | 339 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোক্যামিক্যাল লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৯০ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।
এদিকে, সিভিও পেট্রোক্যামিক্যাল লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১০ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৩০ পয়সা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে (এনওসিএফপিএস) ৪ টাকা ৯ পয়সা।
Posted ১১:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan