| বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 103 বার পঠিত
আজ ০৩ জানুয়ারি সূচকের উত্থানেও লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবতীতে টানা ৩৯ মিনিট পর্যন্ত সূচকের টানা পতন ঘটে। এরপর সূচকের তীর আবারও বাড়তে শুরু করে। সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। কিন্ত সূচকের সামান্য উত্থান হলেও টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, জানা যায়, আজ ০৩ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৬.০৭ পয়েন্ট।
আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬১.০১ পয়েন্টে।
এছাড়া, ডিএসই–৩০ সূচক ২.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯২.১৩ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।
এর মধ্যে- ৫৭ টির, কমেছে ৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০ টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ৯ কোটি ৯৬ লাখ ৬১ হাজার ২৩৯টি শেয়ার ৯৪ হাজার ২৪৫ বার হাতবদল হয়েছে।
টাকার অংকে যার বাজারমূল্য ২৯২ কোটি ১৪ লাখ ২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ০২ জানুয়ারি ডিএসইতে ১৭ কোটি ৬৬ লাখ ৬৫ হাজার ৯৫৮টি শেয়ার ১ লাখ ৩৬ হাজার ২৪৭ বার হাতবদল হয়।
টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৫১৬ কোটি ৮৮ লাখ ৮৬ হাজার টাকা।
সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ২২৪ কোটি ৭৪ লাখ ৮৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৯ শতাংশ বা ১৭.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫০৩.৩১ পয়েন্টে।
আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা।
Posted ৪:০০ অপরাহ্ণ | বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan