| সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 94 বার পঠিত
আজ ১৫ জানুয়ারি সূচকের উত্থানেও লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু তার স্থায়িত্ব ছিল কম। পরবতীতে দুপুর ১২টা পর্যন্ত সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। তবে দুপুর ১২টার পর সূচকের একটানা উত্থান হতে থাকে। দিনশেষে সুচকের উত্থানেও টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ১৫ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৪ শতাংশ বা ১৫.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৮.০৭ পয়েন্ট।
আর ডিএসই শরিয়াহ সূচক ৩.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৬.৮৮ পয়েন্টে।
এছাড়া, ডিএসই–৩০ সূচক ৩.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৩.৩২ পয়েন্টে।
এদিন লেনদেনে অংশ নিয়েছে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।
এর মধ্যে দর বেড়েছে ১০১ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টির।
আজ ডিএসইতে ১৭ কোটি ৫৮ লাখ ৮৯ হাজার ৮৩৭টি শেয়ার ১ লাখ ৬২ হাজার ৭৩২বার হাতবদল হয়েছে।
টাকার অংকে যার বাজারমূল্য ৬৭৪ কোটি ২৭ লাখ ২৯ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১১ জানুয়ারি ডিএসইতে ২০ কোটি ২৬ লাখ ১৩ হাজার ৫৮৫টি শেয়ার ১ লাখ ৭৮ হাজার ৬৬০বার াতবদল হয়েছে।
টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৭৬৪ কোটি ৯৪ লাখ ২৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯০ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২১ শতাংশ বা ৩৯.৩২পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬৯৯.৫২পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ টির।
আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ৩৯৫ টাকা।
গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার ৫০৭ টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫ কোটি ৭৫ লাখ ২৩ হাজার ১১১ টাকা।
Posted ৪:৫২ অপরাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan