| বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 112 বার পঠিত
আজ ১৭ জানুয়ারি সূচকের উত্থানেও লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। লেনদেনের শুরুতে সূচকের গতি কম ছিল। কিন্তু বেলা সাড়ে ১১টার পর একটানা সূচকের তীর উপরের দিকে উঠে যায়, পরবতীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে সুচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১৪.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৬.২০ পয়েন্ট।
আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯০.৪০ পয়েন্টে।
এছাড়া, ডিএসই–৩০ সূচক ৯.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৮.৮৩ পয়েন্টে।
এদিন লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।
এর মধ্যে দর বেড়েছে ৭১ টির, কমেছে ৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৭ টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.১১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১৬ কোটি ৬৭ লাখ ২৪ হাজার ৮২৪টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ৬৯৯ বার হাতবদল হয়েছে।
আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৬০ কোটি ৮ লাখ ১১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৬ জানুয়ারি ডিএসইতে ১৯ কোটি ৬২ লাখ ৬ হাজার ৮২৪টি শেয়ার ১ লাখ ৯৩ হাজার ৬৫৭ বার হাতবদল হয়।
টাকার অংকে যার বাজারমূল্য ৮০০ কোটি ৮৪ লাখ ৭১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪০ কোটি ৭৭৬ লাখ ৬০ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩০ শতাংশ বা ৫৬.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭৯৫.০৬ পয়েন্টে।
এদিন লেনদেনে অংশ নিয়েছে ২০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।
এর মধ্যে দর বেড়েছে ৬১ টির, কমেছে ৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ টির।
আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ৯৭৪ টাকা।
গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার ৬৪১ টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৩৩৩ টাকা।
Posted ৪:৩৩ অপরাহ্ণ | বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan