| বুধবার, ০৬ মার্চ ২০২৪ | প্রিন্ট | 57 বার পঠিত
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ০৬ মার্চ সূচকের উত্থানেও টাকার অংকে লেনদেন কমেছে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৩৪.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৬৬.১৩ পয়েন্ট।
অপর দুই সূচকের মধ্যে- ডিএসই শরিয়াহ সূচক ২.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৩.০১ পয়েন্টে।
এছাড়া, ডিএসই–৩০ সূচক ৮.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৬.৩৪ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।
এর মধ্যে দর বেড়েছে ১৭৬ টির, কমেছে ১৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৪.৪৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ২০ কোটি ১১ লাখ ৫ হাজার ৪১১ টি শেয়ার ১ লাখ ৮২ হাজার ৭৪৯ বার হাতবদল হয়েছে।
টাকার অংকে যার বাজারমূল্য ৭৩০ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৫ মার্চ ডিএসইতে ২২ কোটি ২০ লাখ ৬৫ হাজার ৩২৫টি শেয়ার ২ লাখ ২৫২বার হাতবদল হয়েছিল।
টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৮৪৩ কোটি ৭২ লাখ ৫৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১১৩ কোটি ৩৩ লাখ ১২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৮ শতাংশ বা ৪৯.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৭ হাজার ৬৪৫.৩২ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।
এর মধ্যে দর বেড়েছে ১১০ টির, কমেছে ১০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির।
আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৪৩৮ টাকা।
Posted ৪:৪৫ অপরাহ্ণ | বুধবার, ০৬ মার্চ ২০২৪
bankbimaarthonity.com | saed khan