
| বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 35 বার পঠিত
আজ ০১ জানুয়ারি সূচকের উত্থানে নতুন বছর শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উথানে লেনদেন শুরু হয়। কিন্তু দুপুর ১২টার পর টানা নিম্নমুখী হয় সূচক। পরবর্তীতে সূচকের উত্থান ঘটে এবং স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। তবে দিনশেষে সূচকের উত্থানেও টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ১.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৮.১৫ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৫.০৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৪১.৯৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১ টির, কমেছে ১৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৩.০৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১১ কোটি ৬০ লাখ ৬৪ হাজার ১৫৭ টি শেয়ার ১ লাখ ১ হাজার ৫৪০ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩৩০ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৩০ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১১.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২১৬.৪৪ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৬৮.৯০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯৩৯.৭৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪২ টির, কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয় ৭১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৫.৭৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
এদিন ডিএসইতে ১১ কোটি ৯৯ লাখ ৬২ হাজার ৬১৮ টি শেয়ার ১ লাখ ২০ হাজার ৮৯৫ বার হাতবদল হয়। আজ দিন শেষে লেনদেন হয় ৩৭৩ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪৩ কোটি ২৬ লাখ ৭৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৬ শতাংশ বা ৩৮.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫১২.০৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১৭০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০ টির, কমেছে ৭৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৩৫ লাখ ৯২ হাজার ৯৬১ টাকা
Posted ৪:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan