নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০ | প্রিন্ট | 289 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনেদেন শেষ হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৯৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৫৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়েছে।
দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, দর কমেছে ১১৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৯১টির।
মঙ্গলবার ডিএসইতে ৬৭৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪ কোটি ২৯ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৬৭২ কোটি ৩৬ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১৮৪ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ১৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৯৮টির দর বেড়েছে, কমেছে ৮৭টির। আর ৬৯টির দর অপরিবর্তিত রয়েছে।
Posted ৩:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan