| সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 107 বার পঠিত
আজ ৩০ অক্টোবর সূচকের উত্থানে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। তবে পরবর্তীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে প্রধান সূচকের উত্থানে টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ৩০ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৬.৭২ পয়েন্ট।
আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৩.২৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৪.৭৯ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির , কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.৩৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ৬ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ২৪১টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৭৮৩ বার হাতবদল হয়েছে।
আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪৩ কোটি ৫৬ লাখ ৯৩ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৯ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০০ শতাংশ বা ০.৬০ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৭৫.২২ পয়েন্ট।
আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৬১.৯০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৫১ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৩৫.০৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৬টির , কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয় ১৫০টির।
অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৮.৮৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
সারাদিনে ডিএসইতে ৬ কোটি ২০ লাখ ৪৯ হাজার ৮১৪টি শেয়ার ১ লাখ ১৯ হাজার ৮৮৯ বার হাতবদল হয়।
আর দিন শেষে লেনদেন হয় ৪১৩ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩০ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৮ শতাংশ বা ১৫.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬০২.৬৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।
আজ দিন শেষে লেনদেন হয়েছে ৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৬৭২ টাকা।
Posted ৫:৫১ অপরাহ্ণ | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
bankbimaarthonity.com | saed khan