| বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 11 বার পঠিত
আজ ১৪ নভেম্বর সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ১৪ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৩ শতাংশ বা ৩৯.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫৫.৩২ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৯.৫২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৬.৪০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৮৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৮ টির, কমেছে ৮৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৬.৮৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৯ কোটি ৪৮ লাখ ৬২ হাজার ১৮৭ টি শেয়ার ১ লাখ ৮৪ হাজার ৩৯৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ৩৩ লাখ ৯২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৩ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৩ শতাংশ বা ১৭.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৩১৬.০১ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৮৪.৯৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯৭২.২০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫২ টির, কমেছে ১৭৫ টির এবং অপরিবর্তিত রয় ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৮.৫৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
এদিন ডিএসইতে ১৩ কোটি ৯৭ লাখ ১৮ হাজার ৯৪৮ টি শেয়ার ১ লাখ ৬১ হাজার ১৮৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৭৯ কোটি ৮৭ লাখ ৩৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯৬ কোটি ৪৬ লাখ ৫৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৬ শতাংশ বা ৯৮.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮৮০.২২ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০ টির, কমেছে ৬৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ১০ লাখ ২৭ হাজার ১৬৮ টাকা।
Posted ৪:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan