
| সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 56 বার পঠিত
আজ ১৩ জানুয়ারি সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের পতনে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। । দিনশেষে সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৮ শতাংশ বা ৪.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৫১.৮৭ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৬.৯৩ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ০.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৬.১০০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১ টির, কমেছে ২৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২২.৭৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৩ কোটি ৩৩ লাখ ৬ হাজার ২৮৪টি শেয়ার ১ লাখ ২৩ হাজার ১০৮ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩৯৭ কোটি ৮১ লাখ ১৬ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১২ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৩ শতাংশ বা ৩৮.২০ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৫৬.২২ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৩৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৫৭.৫৪ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১৭.২২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯০৭.০৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৬৯ টির, কমেছিল ২৮২ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৭.২৯ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
এদিন ডিএসইতে ১৩ কোটি ৩৭ লাখ ৬৪ হাজার ১০১টি শেয়ার ১ লাখ ২৪ হাজার ৪১২ বার হাতবদল হয়েছিল। আজ দিন শেষে লেনদেন হয়েছিল ৩৭১ কোটি ৬৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৬ কোটি ৮০ লাখ ৪৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৬ শতাংশ বা ৩৮.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪০১.৭৭ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০ টির, কমেছে ১১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫৪ কোটি ৩ লাখ ৫৭ হাজার ৭৬৭ টাকা।
Posted ৪:১৪ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan