নিজস্ব প্রতিবেদক : | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 70 বার পঠিত
আজ ০৬ নভেম্বর সূচকের পতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের তীর স্বাভাবিকভাবে উপরের দিকে উঠতে থাকে। কিন্তু দুপুর সোয়া ১২টার পর একটানা সূচকের তীর নিচের দিকে নামতে থাকে। এর ফলে দিনশেষে প্রধান সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৭.৬৩ পয়েন্ট।
আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২.২০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৩.৩২ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির , কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৭.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৩৬ লাখ ৮৮ হাজার ২৬০টি শেয়ার ১ লাখ ৪৯ হাজার ৫৯৯ বার হাতবদল হয়েছে।
আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৯৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৫ নভেম্বর ডিএসইতে ৮ কোটি ৭৭ লাখ ২১ হাজার ১৫৫টি শেয়ার ১ লাখ ৩৫ হাজার ৯১৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৭০ কোটি ৫৯ লাখ ০৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১২৫ কোটি ১৭ লাখ ৮৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৬ শতাংশ বা ৩০.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬০১.৭৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির।
আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার ৭৪৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৯৫৩ টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৫৫ লাখ ৭ হাজার ৭৯৬ টাকা।
Posted ৪:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan