সোমবার ২৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পতনে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক:   |   রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   39 বার পঠিত

সূচকের পতনে সপ্তাহ শুরু

আজ ২৪ সেপ্টেম্বর সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে। কিন্ত বেলা সাড়ে ১১টার পর থেকে একটানা সূচকের পতন ঘটে। এর ফলে দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৫ শতাংশ বা ২৮.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮০.৯৩ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৮.৬৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৬.৮৫ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ৯ কোটি ৭৮ লাখ ১৫ হাজার ৮০৮টি শেয়ার ১ লাখ ৩৯ হাজার ৭৫১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫০০ কোটি ৭৪ লাখ ০৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২১ সেপ্টেম্বর ডিএসইতে ১৩ কোটি ৮০ লাখ ৮৭ হাজার ৯৫৭টি শেয়ার ১ লাখ ৬৭ হাজার ৮৬৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৩৫ কোটি ৩৫ লাখ ০৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৩৪ কোটি ৬১ লাখ টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৪ শতাংশ বা ৬৩.৭৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৬০০.৪০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৮ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৮২২ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৪৭ লাখ ২০ হাজার ৭৮৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৬ কোটি ৩১ লাখ ৮৩ হাজার ৯৬৩ টাকা।

 

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:০৩ অপরাহ্ণ | রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।