সোমবার ২৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পতনে সপ্তাহ শুরু

  |   রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   59 বার পঠিত

সূচকের পতনে সপ্তাহ শুরু

আজ ১৭ ডিসেম্বর সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে বেলা ১১টা পর্যন্ত স্বাভাবিক উত্থানের মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্ত বেলা ১১টার পর সূচকের তীর ধীরে গতিতে নিচের দিকে নামতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। এর ফলে দিনশেষে প্রধান সূচক পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ১০.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৬.৮০ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬২.৮৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০১.৪৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে বেড়েছে ৪৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১২.২১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ২৫ কোটি ৯১ লাখ ১৯ হাজার ৭৮২টি শেয়ার ১ লাখ ৭৫ হাজার ২৯ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৬২৪ কোটি ৬৭ লাখ ৮৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৪ ডিসেম্বর ডিএসইতে ১৭ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার ৫৪৯টি শেয়ার ১ লাখ ৪৮ হাজার ২১ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৪৮১ কোটি ১৩ লাখ ৯২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৪৩ কোটি ৫৩ লাখ ৯২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৬ শতাংশ বা ১২.২৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৭০.৯৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৪টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১০ কোটি ৯৪ লাখ ২৬ হাজার ৯৪২ টাকা।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।