বিবিএ নিউজ.নেট | সোমবার, ২৩ আগস্ট ২০২১ | প্রিন্ট | 179 বার পঠিত
রোববারের মতো সোমবারও (২৩ আগস্ট) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ছয় হাজার ৮৬২.৪১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৬০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে এক হাজার ৪৮৭.৩২ পয়েন্টে এবং দুই হাজার ৪৫৯.৯৪ পয়েন্টে।
ডিএসইতে আজ ২ হাজার ৭৭৪ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৭ কোটি ৭৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৭০৬ কোটি ৩১ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৬টির বা ৪৪.১৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১৮৩টির বা ৪৮.৬৭ শতাংশের এবং ২৭টির বা ৭.১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৯.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ১.৩১ পয়েন্টে।
সিএসইতে আজ ৩৩০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির দর বেড়েছে, কমেছে ১৪৭টির আর ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Posted ৭:০৭ অপরাহ্ণ | সোমবার, ২৩ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | rina sristy