| মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 36 বার পঠিত
আজ ১০ সেপ্টেম্বর সপ্তাে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজার। তবে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।্ এদিন লেনদেনের শুরু থেকেই সূচকের তীর উর্ধ্বমুখী ছিল। যে শেষ পর্যন্ত অব্যহত থাকে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩০ শতাংশ বা ৭৩.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭০২.৮২ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২০.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৫.৩৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৪.৭৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৩ টির, কমেছে ৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৮.৯৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১৪ কোটি ৭০ লাখ ৮৬ হাজার ৯৬৮ টি শেয়ার ১ লাখ ৫৭ হাজার ৬০০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৬২ কোটি ৭২ লাখ ৩৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৯ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৭ শতাংশ বা ৪৯.৭৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৬২৯.৫৪ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৬.২৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২১৫.১০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.৬৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৯২.৫১ পয়েন্টে।
গত কার্যদিবসে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৬৭ টির, কমেছিল ৩০৭ টির এবং অপরিবর্তিত রয়েছিল ২৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৬.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
এদিন ডিএসইতে ১৮ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার ৩২ টি শেয়ার ১ লাখ ৬৮ হাজার ১২৭ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৬২১ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫৮ কোটি ৬৩ লাখ ৩৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৯ শতাংশ বা ৬২.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৬ হাজার ১২৭.৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬ টির, কমেছে ১০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির।
আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৭৮ লাখ ৮৬ হাজার ৪৯৩ টাকা।
Posted ৪:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan