| মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 19 বার পঠিত
আজ ২৯ অক্টোবর সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পরেই তা পতন ঘটে। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। দিনশেষে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৪২ শতাংশ বা ১১৮.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭.৩২ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২৬.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৩.৬৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫২.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৫৮.২৭ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১২ টির, কমেছে ৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৯.১৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১৫ কোটি ৮ লাখ ৯৩ হাজার ১৮০ টি শেয়ার ১ লাখ ৩৬ হাজার ২১৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৮ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৪ শতাংশ বা ৬৬.৮৬ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৪ হাজার ৮৯৮.৫২ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২০.২৭ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ৮৭.৪৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৫.১০ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ৮০৫.৮৯ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১০৫ টির, কমেছিল ২৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৪৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৬.৪৪ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
এদিন ডিএসইতে ১৭ কোটি ৩৩ লাখ ২৪ হাজার ৯৯৬ টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ৩৩৮ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৫৭ কোটি ২৪ লাখ ৭১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০ কোটি ৬৬ লাখ ৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৭৪ শতাংশ বা ১৮.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১০ হাজার ৮৮.৪১ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২ টির, কমেছে ৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৮ লাখ ২৫ হাজার ৫৪০ টাকা।
Posted ৫:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan