শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সূচক বাড়লেও কমেছে লেনদেন

বিবিএ নিউজ.নেট   |   বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১   |   প্রিন্ট   |   230 বার পঠিত

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন প্রতিটি সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারদর।

ডিএসইএক্স সূচকটি ৩ বছর ৪ মাসের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠেছে। মোট লেনদেন বুধবারের তুলনায় কিছুটা কমলেও ২ হাজার কোটির ঘরেই অবস্থান করছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৫৩.৪২ পয়েন্টে। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি সর্বশেষ আজকের চেয়ে বেশি বেড়েছিল ডিএসইএক্স সূচকটি। ওইদিন সূচকটি ৬ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছিল। এ হিসেবে ডিএসইর এই সূচকটি ৩ বছর ৩ মাস ১৯ দিন বা ৭৫৭ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠেছে।

আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৬৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ২৯৩.১৭ পয়েন্টে এবং ২ হাজার ২০৩.৫৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ২ হাজার ১৮২ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৫ কোটি ২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ২৮৭ কোটি ৩২ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৬১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৮৪টির বা ৫০.৯৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১১১টির বা ৩০.৭৫ শতাংশের এবং বাকি ৬৬ টির বা ১৮.২৮ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০০.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭ হাজার ৫৪৩.৪৮ পয়েন্টে।

সিএসইতে আজ ২৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৯টির দর বেড়েছে, কমেছে ১০৫টির আর ৩১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।