নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ | প্রিন্ট | 478 বার পঠিত
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) আবেদনের প্রেক্ষিতে নিবন্ধিত স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধিগণের নিবন্ধন সনদ নবায়নের জন্য আবেদন জমার সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।
বুধবার (২৯ জুলাই) বিএসইসির ৭৩৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্র মতে, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর জন্য সরকার ঘোষিত ২৬ মার্চ ২০২০ থেকে ৩০ মে ২০২০ পর্যন্ত সাধারণ ছুটি কালীন সময়ে কমিশনে স্টক এক্সচেঞ্জ বা কোন ব্যক্তি কর্তৃক মূল্য সংবেদনশীল ব্যতিত অন্যান্য তথ্য বা দলিলাদি দাখিল করা থেকে কমিশনের ডাইরেক্টিভ নং বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/০৬; ডেটেড: জুন ০২, ২০২০ এর মাধ্যমে অব্যহতি প্রদান করার হয়।
যেহেতু ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড যথাক্রমে ৯ জুন ২০২০ এবং ১ জুন ২০২০ তারিখের আবেদন বিবেচনা করে নিবন্ধিত স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রদিনিধিগণের নিবন্ধন সনদ নবায়নের জন্য আবেদনপত্র (প্রয়োজনীয় দলিলাদি ও নবায়ন ফিসহ) বিলম্ব ফি ব্যতিত কমিশনে জমাদানের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত বর্ধিত করার বিষয়ে কমিশন সম্মতি প্রদান করে।
Posted ১২:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
bankbimaarthonity.com | saed khan