| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১ | প্রিন্ট | 269 বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১২ আগস্ট বৃহস্পতিবার স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ১৬ আগস্ট এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিবিধ খাতের প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আলোচিত বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ বার্জার পেইন্টসের সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৫৮ টাকা ০৩ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ৫২ টাকা ২২ পয়সা ছিল।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭২ টাকা ১০ পয়সা, যা আগের বছর ৮১ টাকা ৯০ পয়সা ছিল। গত ৩১ মার্চ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩২ টাকা ৭৮ পয়সা।
আগামী ৬ অক্টোবর সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
Posted ১২:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | saed khan