নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ জুলাই ২০২১ | প্রিন্ট | 231 বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৮ জুলাই স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। এগুলো হলো- বেক্সিমকো, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং অগ্রনী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ১৯ জুলাই এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
জানা যায়, পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো লিমিটেড) সুকুক বা ইসলামী শরীয়াহসম্মত বন্ড (ঝবপঁৎবফ ঈড়হাবৎঃরনষব অংংবঃ ইধপশবফ ইবীরসপড় এৎববহ ঝঁশঁশ অষ ওংঃরংহধ) কেনায় অগ্রাধিকার সুবিধা পাবেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। অ্যাসেট ব্যাকড গ্রিন সুকুক ইস্যুর মাধ্যমে বেক্সিমকো ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করবে। এই বন্ডের মেয়াদ হবে ৫ বছর। এটি কনভার্টেবল অথবা রিডিমেবল হতে পারে। অর্থাৎ বন্ডের একটি অংশ সাধারণ শেয়ারে রূপান্তরের সুযোগ থাকতে পারে; আবার মেয়াদ শেষ সম্পূর্ণ অবসায়নের বিকল্পও থাকতে পারে এতে।
বন্ডের ৩ হাজার কোটি টাকার মধ্যে ৭৫০ কোটি টাকা বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছ থেকে এবং ১ হাজার ৫০০ কোটি টাকা শেয়ারহোল্ডার ব্যতিত অন্যান্য বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। বাকী ৭৫০ কোটি টাকার বন্ড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ইস্যু করা হবে।
সুকুকের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০০ টাকা। আর ৫০ টি ইউনিট নিয়ে এর ন্যুনতম লট। এ হিসেবে এ লটের দাম ৫ হাজার টাকা। বন্ডের মেয়াদী পরিশোধের ন্যুনতম হার হবে ৯ শতাংশ।
৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
আগামী ১২ আগষ্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
রাইট শেয়ার ইসু করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটি বিদ্যমান প্রতি ৩টি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার ইস্যু করতে চায়। শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা দরে রাইট শেয়ার ইস্যু করা হবে। সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতি এবং নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন সাপেক্ষে এই রাইট শেয়ার ইস্যু করা হবে। বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ১১ আগষ্ট সকাল ১১টায় কোম্পানিটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।
Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan