নিজস্ব প্রতিবেদক: | সোমবার, ১৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 96 বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামী ১৬ ও ১৭ আগস্ট স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- সোনালী লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ২০ আগস্ট এই ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগামী ২১ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স : কোম্পানিটি লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স : কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগামী ২৮ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ৮:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১৪ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan