নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ মার্চ ২০২৩ | প্রিন্ট | 128 বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে ২০ ও ২১ মার্চ স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- এমারেল্ড অয়েল এবং গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ২২ মার্চ এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩০ পয়সা।
আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৪৩ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির এনএভি হয়েছে ৬৮ টাকা ৯৬ পয়সা।
এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৬ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।
এমারেল্ড অয়েল : কোম্পানিটি গত ৩০ জুন, ২০১৭,১৮ ও ১৯ তারিখে সমাপ্ত অর্থবছরে জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৪ পয়সা।
আগের দুই বছরে একই সময়ে কোম্পানিটি লোকসান করেছিল।
Posted ১:৪৪ অপরাহ্ণ | রবিবার, ১৯ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | saed khan