নিজস্ব প্রতিবেদক: | মঙ্গলবার, ০৬ জুন ২০২৩ | প্রিন্ট | 122 বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ০৮ জুন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ২টি হলো- রূপালী ব্যাংক লিমিটেড এবং রিংশাইন টেক্সটাইল লিমিটেড।
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ০১১ জুন এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
রূপালী ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৬ টাকা ১০ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৬ জুলাই ২০২৩।
রিংশাইন টেক্সটাইল : বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইলস লিমিটেডের শেয়ার অধিগ্রহণের ওয়াইজ স্টার টেক্সটাইলস মিলস লিমিটেড ও এর মনোনীত পরিচালকরা প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব অনুসারে ওয়াইজ স্টার টেক্সটাইলস মিলস তালিকাভুক্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক হিসেবে গণ্য হবে।
এ প্রস্তাবে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। আগামী ২০ জুন দুপুর সাড়ে ১২টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ইজিএম অনুষ্ঠিত হবে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) রিং শাইন টেক্সটাইলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৬ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১০০ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩ টাকা ২৩ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৪ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৫ পয়সায়। ২০২০-২১ হিসাব বছরেও কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। সর্বশেষ ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল রিং শাইন টেক্সটাইলস।
ডিএসইতে রবিবার কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৯ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৯ টাকা থেকে ১১ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
Posted ১:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুন ২০২৩
bankbimaarthonity.com | saed khan