নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৭ আগস্ট ২০২২ | প্রিন্ট | 117 বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ২১ থেকে ২৩ আগস্ট পর্যন্ত স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ২৪ আগস্ট স্থগিত থাকবে এ কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম আগামী ২২ সেপ্টেম্বর ২০২২ বিকেল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পনিটির রেকর্ড ডেট আগামী ২৪ আগষ্ট ২০২২।
ফার্স্ট ফাইন্যান্সের ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয়(ইপিএস)হয়েছে (-১৮.৪৭) টাকা। আগের বছর ছিল (-৪.৩১) টাকা। এ বছর নেট অ্যাসেট ভেল্যু(এনএভি) হয়েছে (-১৪.৩২) টাকা। আগের বছর ছিল ৪.২৩ টাকা। এ বছর নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার(এনওসিএফপিএস)হয়েছে ০.২৩ টাকা। আগের বছর ছিল (০.৯৯) টাকা।
Posted ১:৫২ অপরাহ্ণ | বুধবার, ১৭ আগস্ট ২০২২
bankbimaarthonity.com | saed khan