
নিজস্ব প্রতিবেদক: | রবিবার, ০৭ মে ২০২৩ | প্রিন্ট | 76 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির বোর্ডসভার তারিখ নির্ধারণ করা হয়েছে। সভায় কোম্পানিগুলো তাদের বিভিন্ন প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
কোম্পানিগুলো হলো- মার্কেন্টাইল ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ডিবিএইচ ফাইন্যান্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, বিট্রিশ আমেরিকান টোব্যাকো, ফিনিক্স ইন্স্যুরেন্স, আইপিডিসি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স।
এদের মধ্যে ডিবিএইচ ফাইন্যান্সের পর্ষদ সভা আগামী ১০ মে বিকেল সাড়ে ৪টায় এবং মার্কেন্টাইল বিকাল সাড়ে ৩টায়, পাইওনিয়র ইন্স্যুরেন্সের আগামী ১১ মে বিকেল সাড়ে ৩টায়, ইস্টার্ন ব্যাংকের আগামী ৯ মে বিকেল সাড়ে ৪টায়, নিটল ইন্স্যুরেন্সের আগামী ১১ মে বিকেল ২টা ৪টায়,বিট্রিশ আমেরিকান টোব্যাকোর আগামী ১১ মে বিকেল সাড়ে ৩টায়, ফনিক্স ইন্স্যুরেন্সের আগামী ১১ মে বিকেল সাড়ে ৩টায়, আইপিডিসির আগামী ১১ মে বিকেল সাড়ে ৩টায় এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের আগামী ৮ মে বিকেল ৩টায় শুরু হবে।
Posted ২:৩৯ অপরাহ্ণ | রবিবার, ০৭ মে ২০২৩
bankbimaarthonity.com | saed khan