বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৫ কোটি টাকাকে না বলার কারণ জানালেন রায়না

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   236 বার পঠিত

১৫ কোটি টাকাকে না বলার কারণ জানালেন রায়না

বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের চলতি আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন চেন্নাই সুপার কিংসের অন্যতম সেরা তারকা সুরেশ রায়না। অথচ টুর্নামেন্ট শুরুর বাকি ছিল মাত্র তিন সপ্তাহ।

আইপিএল খেলার উদ্দেশ্যে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এবারের আসরের ভেন্যু আরব আমিরাতেও গিয়েছিলেন রায়না। কিন্তু টিম হোটেলে আইসোলেশনে থাকা অবস্থায়ই সিদ্ধান্ত নিয়ে দেশে ফিরে গেছেন বাঁহাতি এই টপঅর্ডার ব্যাটসম্যান। এরপর থেকেই শুরু হয়েছে নানান জল্পনা-কল্পনা।

একেক জায়গায় শোনা গেছে একেক তথ্য। ভারতীয় সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করে, টিম হোটেলের বারান্দা পছন্দ না হওয়ায় আইপিএল থেকে চলে গেছেন রায়না। তবে এর বাইরে আরও একটি জোরালো কারণও শোনা গেছে। সেটি হলো পাঞ্জাবে ডাকাতের হামলায় নিহত হয়েছেন রায়নার চাচা ও চাচাতো ভাই। এ কারণেও দেশে ফিরে থাকতে পারেন রায়না, এমনটাও জানিয়েছেন অনেক সংবাদমাধ্যম।

এর কোনোটাই পুরোপুরি সত্য নয়। এ বিষয়ে যিনি সবচেয়ে ভালো বলতে পারবেন, সেই রায়না মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন চাচা ও চাচাতো ভাইয়ের মৃত্যুর খবর। এটিই যে তার আইপিএল ছাড়ার কারণ, তা কোথাও বলেননি রায়না।

তিনি লিখেছেন, ‘পাঞ্জাবে আমার পরিবারের সঙ্গে যা হয়েছে তা কল্পনাও করা যায় না। আমার চাচা মৃত্যুবরণ করেছেন। আমার বুয়া (চাচী) ও দুই কাজিনও গুরুতর আহত হয়। দুর্ভাগ্যজনকভাবে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে এক কাজিনও মারা গেছে। আমার চাচীর অবস্থাও সংকটাপন্ন। আমরা জানি না এ কাজের সঙ্গে কারা জড়িত। আমি প্রশাসনকে অনুরোধ করবো তারা যেন এসব খুনীদের এমন জঘন্য কাজের জন্য আর সুযোগ না দেয়।’

এ টুইটে কিছু না জানালেও, ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে রায়না জানিয়েছেন, কারণ ছিলো বলেই আইপিএল ছেড়েছেন তিনি। এ খবরের প্রতিক্রিয়ায় চেন্নাইয়ের মালিক এন শ্রিনিবাসন বলেছিলেন, এবারের আসরের ১৫ লাখ টাকা খোয়ানোর আফসোস করবেন রায়না।’

তবে রায়না তার কথায় অনড়। এবারের আসরের পারিশ্রমিকের সাড়ে ১২ কোটি রুপি (প্রায় ১৫ কোটি টাকা) তিনি পাবেন না জেনেই, আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কেননা এর পেছনে তার কারণটা খুবই জরুরি।

ক্রিকবাজকে তিনি বলেছেন, ‘এটা (আইপিএল ছাড়া) আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল এবং আমাকে আমার পরিবারের কাছে ফিরতেই হতো। অতি দ্রুত বাড়িতে আমার থাকা জরুরি ছিল। চেন্নাই সুপার কিংসও আমার বাড়ি এবং মাহি ভাই (এমএস ধোনি) আমার কছে খুব গুরুত্বপূর্ণ। এটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল।’

এসময় চেন্নাইয়ের সঙ্গে সব ঠিকঠাক আছে জানিয়ে রায়না আরও বলেন, ‘দলের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। কেউ শক্ত কোনো কারণ ছাড়াই সাড়ে ১২ কোটি রুপির দিকে পিঠ দেখায় না। আমি হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি কিন্তু আমি এখনও তরুণ। আগামী ৪-৫ বছর চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলার ব্যাপারে আশাবাদী আমি।’

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:৩৫ অপরাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।