নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 375 বার পঠিত
বন্ড ইস্যুর মাধ্যমে ২১০ কোটি টাকা সংগ্রহ করার অনুমতি পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের সদস্য প্রতিষ্ঠান প্রাণ এগ্রো লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসি ৭৩৮তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচিত বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। মেয়াদ শেষে এর পূর্ণ অবসায়ন ঘটবে। বন্ডটি হবে নন-কনভার্টিবল অর্থাৎ এর কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না।
এই বন্ডের কূপন রেট হবে ৮ থেকে ১০ শতাংশের মধ্যে।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান গৌরান্টকো লিমিটেড বন্ডের করপোরেট গ্যারান্টার। অর্থাৎ কোম্পানিটি বন্ড ক্রেতাদের সুদ ও আসল পরিশোধে ব্যর্থ হলে ওই প্রতিষ্ঠান তা পরিশোধ করবে।
স্থানীয় উচ্চ সম্পদশালী ব্যক্তি, করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্চেন্ট ব্যাংক ও অনিবাসী বাংলাদেশীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ দেওয়া হবে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।
বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ নতুন মেশিনারিজ কেনা ও ব্যবসা সম্প্রসারণে ব্যয় করবে প্রাণ এগ্রো।
এই বন্ডের লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড।
Posted ৭:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan