| বুধবার, ১২ জুন ২০২৪ | প্রিন্ট | 57 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ২ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি ২টি হলো- পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে ৩ টাকা ৭০ পয়সা করে পাবে।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৮ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৩ টাকা ৮০ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯১ টাকা ২০ পয়সায়। আগের অর্থবছর শেষে যা ছিল ৯২ টাকা ৬৬ পয়সায়।
আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ জুলাই।
এদিকে, ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে ৩ টাকা করে পাবে।
আগামী ৩১ জুলাই বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ জুলাই।
Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ১২ জুন ২০২৪
bankbimaarthonity.com | saed khan