নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৭ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 249 বার পঠিত
৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ফেস ভ্যালুতে তৃতীয় নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যু করবে কোম্পানিটি। বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর এই বন্ড ইস্যু করবে কোম্পানিটি।
সর্বশেষ হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আর্থিক খাতের কোম্পানিটি। সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ লংকাবাংলা ফাইন্যান্সের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ৯৪ পয়সা।
অন্যদিকে আলোচিত বছরে এককভাবে লংকাবাংলা ফাইন্যান্সের ইপিএস (Solo EPS) হয়েছে ১ টাকা ৫৩ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৩৭ পয়সা।
গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৭৩ পয়সা।
আগামী ২৯ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- এক হাজার কোটি টাকা এবং ৫৩৮ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা। বর্তমানে কোম্পানির রিজার্ভের পরিমাণ ৩ হাজার কোটি ৩১ লাখ টাকা। এ কোম্পানির ৫৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ৬২৪টি শেয়ারের মধ্যে ৩৩.৫৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২২.৪৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৪.১২ শতাংশ বিদেশি এবং ৩৯.৮৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
Posted ১০:৩৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan