নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৬ জুলাই ২০২০ | প্রিন্ট | 537 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৪ কোম্পানির বোর্ডসভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড, সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী আগামী ১৪ জুলাই বিকাল ৩টায় কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
উল্লেখ্য, ২০১৮ সালে কোম্পানিটি ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
আগামী ১২ জুলাই বিকাল ৩টায় এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ডসভা সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ মার্চ,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগামী ১৪ জুলাই বিকাল সাড়ে ৩টায় সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ মার্চ,২০২০ ও ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। উল্লেখ্য, ২০১৮ সালে কোম্পানিটি ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
আগামী ১৫ জুলাই বিকাল ৩টায় সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
উল্লেখ্য, ২০১৮ সালে কোম্পানিটি ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
Posted ৫:৩২ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২০
bankbimaarthonity.com | saed khan