| বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ | প্রিন্ট | 106 বার পঠিত
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পুঁজিবাজারে উত্থানে শেষ হয়েছে লেনদেন।
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১০১ পয়েন্ট।
সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে সপ্তাহের প্রথম দুদিন দরপতনের পর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা তিনদিন সূচক বাড়লো।
এদিন বাজারে তালিকাভুক্ত বিমা খাতের ৫৪টির কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩টির। তার বিপরীতে কমেছে তিনটি কোম্পানির শেয়ারের দাম। আর বাকি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। বিমা খাতের শেয়ারের পাশাপাশি ওষুধ খাতের কোম্পানি বিকন, ওরিয়ন ও নাভানা ফার্মার শেয়ার সূচক বৃদ্ধিতে অবদান রেখেছে।
ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার বাজারে ৩৫১টি প্রতিষ্ঠানের ১৩ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ১৩টি শেয়ার কেনা-বেচা হয়েছে। তাতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৪ কোটি ৯৮ লাখ ৫২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৪১ কোটি ৮০ লাখ ৩৬ হাজার টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে।
এদিন লেনদেন হওয়া ৩৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ৫৯টির, আর অপরিবর্তিত ছিল ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৪০২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সোনালী পেপারের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। তৃতীয় স্থানে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ার। এরপরের অবস্থানে ছিল ইন্ট্রাকো, রয়েল টিউলিপ সি পার্ল হোটেল, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইস্টার্ন হাউজিং, পেপার প্রসেসিং, মনোস্পুল পেপার প্রসেসিং এবং কেডিএস এক্সেসরিজ লিমিটেড।
অপর বাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১০১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৬ লাখ ৮৬ হাজার ৮১৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৯ কোটি ৪২ লাখ ২৭ হাজার ৪৯ টাকা।
এদিন লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ৪৩টির, আর অপরিবর্তিত রয়েছে ১৪৯টি কোম্পানির শেয়ারের দাম।
Posted ৪:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
bankbimaarthonity.com | rina sristy