বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯ | প্রিন্ট | 464 বার পঠিত
পতনের ধারাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সোমবার ৭৪ শতাংশ কোম্পানির দরপতনে সব সূচকের বড় পতন হয়। এর মধ্যে ডিএসইএক্স সূচক ৫৩ পয়েন্ট বা এক শতাংশের বেশি পতন হয়েছে। লেনদেন সামান্য বেড়ে ৩০০ কোটিতে অবস্থান করে। লেনদেনের শুরুতেই ব্যাপক বিক্রির চাপে সূচকের বড় পতন হয়। শেষ পর্যন্ত এই পতন অব্যাহত থাকে। মাঝে দু-একবার ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়। এর ফলে ডিএসইএক্স সূচক তিন বছর আগের অবস্থানে চলে গেছে। সোমবার মাত্র ১৬ শতাংশ কোম্পানির দর বেড়েছে। অন্যদিকে চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতন হলেও লেনদেন বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ দশমিক ৪২ পয়েন্ট বা এক দশমিক ১২ শতাংশ কমে চার হাজার ৬৯৯ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৬ দশমিক ৩২ পয়েন্ট বা এক দশমিক ৪৯ শতাংশ কমে এক হাজার ৭৪ দশমিক ৫৩ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস ৩০ সূচক ১৯ দশমিক ৪১ পয়েন্ট বা এক দশমিক ১৬ শতাংশ কমে এক হাজার ৬৪৮ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করে। সোমবার ডিএসইর বাজার মূলধন তিন হাজার ২০১ কোটি টাকা কমে দাঁড়িয়েছে তিন লাখ ৫৬ হাজার ২০৪ কোটি ৬০ লাখ ৩৮ হাজার টাকায়। ডিএসইতে লেনদেন হয় ৩০৫ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৫৭ কোটি আট লাখ ১৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪৮ কোটি ৮১ লাখ টাকা। এদিন ১১ কোটি ৭৬ লাখ ৮৮ হাজার ৯০১টি শেয়ার এক লাখ ১৩ হাজার ৯২০ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ২৬০টির এবং অপরিবর্তিত ছিল ৩৬টির দর।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed