নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 368 বার পঠিত
বৈশ্বিক করোনা পরিস্থিতিতে চাহিদা বেড়েছে জীবানুনাশক পণ্যের। অত্যাধিক মূল্যের কারণে সাধারণ মানুষের অনেকেই কিন্তু পারছেন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ। এবার সেসব মানুষের কথা চিন্তা করেই পণ্য দুটি বাজারে এনেছে মাল্টিন্যাশনাল কোম্পানি ম্যারিকো (বাংলাদেশ)। পরবর্তী ছয় মাস পণ্যগুলো থেকে কোন মুনাফা নেবে না প্রতিষ্ঠানটি। শুধু উৎপাদন খরচটুকুই হবে এর মূল্য। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ম্যারিকো বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ সময়ে পণ্য দুটি উৎপাদন ও মুনাফা ছাড়া বাজারজাতের উদ্যোগ নিয়েছে। মেডিকার সেইফ লাইফ ব্র্যান্ড নামে হ্যান্ডি স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ দুটি বাজারে পাওয়া যাবে।
এ বিষয়ে ম্যারিকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আশীষ গোপাল বলেন, একটি দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে এই সংকটকালীন সময়ে আমরা জীবাণুনাশক এ দুটি পণ্য বাজারে এনেছি। এগুলো বিক্রি করা হবে শূন্য মুনাফায়। তারপরও পণ্য দুটি বিক্রি থেকে কোনো মুনাফা আসলে তা প্রধানমন্ত্রীর তহবিলে দান করা হবে।
Posted ১:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy