নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 524 বার পঠিত
৩১ ডিসেম্বও ২০১৯ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৬৬১ কোটি ৩২ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষনা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ ব্যাংক। এগুলো হলো- ইস্টার্ন ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং উত্তরা ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ব্যাংকগুলোর সূত্রে এ তথ্য জানা গেছে।
এসব বিষয়ে আলফা ক্যাপিটাল ম্যানেজম্যান্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নুর আহামেদ বলেন, শেয়ারবাজারের মন্দাবস্থায় ৬ ব্যাংকের ৬৬১ কোটি টাকার নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ খুবই ইতিবাচক। একইসাথে তালিকাভুক্ত অন্যসব ব্যাংকগুলোও যদি এই হারে নগদ লভ্যাংশ ঘোষণা করে, তাহলে শুধুমাত্র ব্যাংক খাত থেকেই বিনিয়োগকারীরা প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকার নগদ লভ্যাংশ পাবে। যা শেয়ারবাজারের জন্য হবে খুবই ইতিবাচক।
নিম্নে ২০১৯ সালের ব্যবসায় ব্যাংকগুলোর লভ্যাংশের হার ও নগদ লভ্যাংশের পরিমাণ তুলে ধরা হল-
ব্যাংকের নাম | ২০১৯ সালের লভ্যাংশ | নগদ লভ্যাংশের পরিমাণ (কোটি টাকা) |
ইস্টার্ন ব্যাংক | ২৫% নগদ | ২০২.৯৩ |
ডাচ-বাংলা ব্যাংক | ৩০% নগদ | ১৫০ |
ব্যাংক এশিয়া | ১০% নগদ | ১১৬.৫৯ |
মার্কেন্টাইল ব্যাংক | ১১% নগদ ও ৫% বোনাস | ১০৩.০৯ |
স্ট্যান্ডার্ড ব্যাংক | ৫% নগদ ও ৫% বোনাস | ৪৭.৯০ |
উত্তরা ব্যাংক | ১০% নগদ ও ২৫% বোনাস | ৪০.৮১ |
মোট | ৬৬১.৩২ কোটি টাকা |
আগের বছর এই ৬ ব্যাংকের মধ্যে মাত্র ৩টির পর্ষদ নগদ ও বোনাস উভয় লভ্যাংশ ঘোষণা করেছিল। বাকি ৩টির পর্ষদ পুরোটাই বোনাস শেয়ার ঘোষণা করেছিল।
নিম্নে ২০১৮ সালের ব্যবসায় ৬ ব্যাংকের ঘোষিত লভ্যাংশের হার তুলে ধরা হল-
ব্যাংকের নাম | ২০১৮ সালের লভ্যাংশ |
ডাচ-বাংলা ব্যাংক | ১৫০% বোনাস |
মার্কেন্টাইল ব্যাংক | ১৫% বোনাস |
স্ট্যান্ডার্ড ব্যাংক | ১০% বোনাস |
ইস্টার্ন ব্যাংক | ২০% নগদ ও ১০% বোনাস |
উত্তরা ব্যাংক | ২০% নগদ ও ২% বোনাস |
ব্যাংক এশিয়া | ৫% নগদ ও ৫% বোনাস |
Posted ২:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saed khan