নিউজ ডেস্ক: | বুধবার, ২২ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 534 বার পঠিত
প্রতিদিন গড়ে মৃত্যু ১০০ ছাড়িয়েছে। সেই মৃতদেহ সৎকারে এবার হিমশিম খাচ্ছে আমাজনের দেশ ব্রাজিল। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যামাজোনাস রাজ্যের রাজধানী মেনাউস শহরে গণকবর খননের কাজ করে যাচ্ছেন কবরস্থানের কর্মীরা। পরে এখানেই মাটি চাপা দেবেন কফিনে রাখা লাশ।
প্রতিদিন ওই শহরে করোনাভাইরাসে শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে জানিয়ে মেনাউসের মেয়র আর্থার নেটো বলেন, স্থানীয় প্রশাসনকে প্রতিদিন একশোর বেশি মানুষের লাশ সমাধিস্থ করতে হচ্ছে। এই ভাইরাসের প্রকোপ দ্রুত ছড়িয়ে পড়ছে সেখানে। কিছুদিন আগেও সেখানে প্রতিদিন গড়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। কিন্তু এখন সেই সংখ্যা ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছেই। ফলে সেখানে মরদেহ সমাধির দায়িত্বে থাকা দফতর গণকবর খোড়ার সিদ্ধান্ত নিয়েছে।
ওই গণকবরেই কোভিড-১৯ য়ে আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকজনকে কবর দেওয়া হবে। ইতোমধ্যেই অনেক দেশেই এভাবেই করোনায় আক্রান্ত রোগীদের কবর দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে লাশগুলোর পরিচয় সংরক্ষণ করা হচ্ছে।
এছাড়া লাশের কফিনগুলোও নির্দিষ্ট দূরত্বে মাটি চাপা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, শহরজুড়ে যেভাবে মরদেহের সংখ্যা বাড়ছে সে বিষয়টি মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
Posted ৭:১১ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy