নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 602 বার পঠিত
সর্বশেষ হিসাববছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে ওষুধ ও রাসায়নিক খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটি গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট্য শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত কোম্পানিটির পর্ষদ সভায় লভ্যাংশের এই সিদ্ধান্ত হয়েছে। সভায় সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটি সর্বশেষ হিসাববছরে এর আগে কয়েক দফায় মোট ৭৫০ শতাংশ অন্তর্র্বতী লভ্যাংশ দিয়েছিল।
ম্যারিকোর আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৮৪ টাকা ১ পয়সা।
আলোচিত সময়ে শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (ক্যাশ ফ্লো) ছিল ৯৫ টাকা ৬৫ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ৫ পয়সা।
আগামী ২২ জুলাই ম্যারিকোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে পুঁজিবাজারে লেনদেন শুরু হওয়ার পর পরবর্তী১৫তম কার্যদিবস।
Posted ১০:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saed khan