নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০২ মে ২০২০ | প্রিন্ট | 418 বার পঠিত
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি আগামী ১৫ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে বলে সরকারের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আগের ঘোষণা অনুযায়ী ছুটি শেষ হচ্ছে মঙ্গলবার (৫ মে)।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ছুটি আগামী ১৫ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। নির্দেশনা আগের মতোই থাকবে, তবে নতুন করে দু-একটি নির্দেশনা আসতে পারে। ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন রোববার (৩ মে) বিকেলে বা সোমবার (৪ মে) সকালের দিকে জারি হতে পারে।
এ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেন, আগামীকাল রোববার (৩ মে) সচিবালয়ে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হবে। ছুটি হয়তো আবারও বৃদ্ধির প্রয়োজন হতে পারে। প্রধানমন্ত্রীর নিদের্শনা পেলে এ বিষয়ে কাল-পরশুর মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫-৯ এপ্রিল, পরে ১৪ এপ্রিল, ২৫ এপ্রিল এবং সর্বশেষ ৫ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল। আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে ১৮ মার্চ হতে।
ব্যাংকবিমাঅর্থনীতি/এস খান
Posted ৪:১১ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২০
bankbimaarthonity.com | saed khan