বিবিএনিউজ.নেট | শনিবার, ২০ জুন ২০২০ | প্রিন্ট | 327 বার পঠিত
দেশের অধস্তন আদালতের ২০ জন বিচারক ও ৫৯ জন কর্মকর্তা এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২৪ জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। দেশের আদালতে মোট ১০৭ জন করোনার কবলে বলেও জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মাদ সাইফুর রহমান এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকার্য পরিচালনা এবং দায়িত্ব পালনের সময় সারাদেশে এ পর্যন্ত অধস্তন আদালতের ২০ জন বিচারক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২৪ জন কর্মচারী এবং অধস্তন আদালতের ৫৯ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।’
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘এছাড়াও কোভিড-১৯ উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন আরও ৬ জন বিচারক। কোভিড- ১৯ উপসর্গ নিয়ে গত ১৮ জুন মাদারীপুর জেলা জজ আদালতের জারি কারক মো. কাউসার এবং গত ১৯ জুন নওগাঁ জেলা জজ আদালতের অফিস সহায়ক মহিউদ্দিন মোহন মৃত্যুবরণ করেন। তাদের নমুনা পরীক্ষা করতে দেয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত ফলাফল পাওয়া যায়নি।’
‘সর্বপ্রথম গত ২২ মে নেত্রকোনার জেলা ও দায়রা জজ শাহাজাহান কবির এবং মুন্সীগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমান করোনাভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তারা দু’জন সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন।’
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘এই মুহূর্তে ঢাকা সিএমএইচ এর আইসিইউতে চিকিৎসাধীন আছেন লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ। তাকে প্লাজমা দেয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক (সিনিয়ার জেলা জজ) বেগম শামীম আহমেদ। এছাড়াও জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. রুস্তম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
Posted ৩:৪৮ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২০
bankbimaarthonity.com | Sajeed