নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ জুলাই ২০২০ | প্রিন্ট | 428 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্লক মার্কেটে রোববার (১৯ জুলাই) ৩১ কোম্পানির ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ২ কোটি ১৮ লাখ ১৯০টি শেয়ার ৬০ বার হাত বদল হয়েছে। এসব কোম্পানির ৫০ কোটি ৪৮ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ অর্থাৎ ২১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ৫২ লাখ ৩০ হাজার টাকার ইস্টার্ন ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের।
এছাড়া ব্যাংক এশিয়ার ৭২ লাখ ৩৯ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১৯ লাখ ১২ হাজার টাকার, বিএসআরএম স্টিলের ৫ লাখ ৫৮ হাজার টাকার, সিটি ব্যাংকের ১ কোটি ২৩ লাখ ৪৩ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৬ লাখ ১৬ হাজার টাকার, ফাইন ফুডসের ১৫ লাখ ৭৬ হাজার টাকার, গ্রামীনফোনের ৫ লাখ ৮৮ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ৭ লখ ৬৮ হাজার টাকার, খুলনা পাওয়ারের ১১ লাখ ৬২ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৫ লাখ ৫৬ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৬ লাখ ৫ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ৬১ লাখ ৬৮ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংসের ৪৯ লাখ ১ হাজার টাকার, নুরানী ডাইংয়ের ৭ লাখ ৭৯ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ৭২ লাখ ৬০ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ৫ লাখ ৮১ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ১৮ লাখ ৪৮ হাজার টাকার, পূবালী ব্যাংকের ৫৬ লাখ ২৩ হাজার টাকার, সিলকো ফার্মার ৫ লাখ ১৪ হাজার টাকার, সিমটেক্সের ৩৮ লাখ ৯১ হাজার টাকার, সিঙ্গারের ৭২ লাখ ৭৫ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ১৬ লাখ ৬৫ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৭৩ লাখ ৭০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৮৪ লাখ ৪৯ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ লাখ ৪ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৩৯ লাখ ২৫ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ২ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৩:৫৩ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২০
bankbimaarthonity.com | saed khan