নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১২ আগস্ট ২০২০ | প্রিন্ট | 381 বার পঠিত
অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিলের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি ৩০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকায় মূলধন বাড়াবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি সংঘস্বারকের আর্টিকেল অব অ্যাসোসিয়েশনের ৫ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে মূলধন বাড়াতে পারবে।
এদিকে কোম্পানিটি সালেহ স্টিলে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এখন শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ২৮ সেপ্টেম্বর ইজিএম আহ্বান করেছে। ওইদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে।
এসএস স্টিলের ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ সেপ্টেম্বর।
Posted ১১:২১ পূর্বাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan