নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ আগস্ট ২০২০ | প্রিন্ট | 318 বার পঠিত
পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের ক্ষেত্রে ইস্যু সংক্রান্ত যাবতীয় কার্যক্রম দুততম সময়ে সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে বালাদেশ সিকিউরিটিজ একচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) কমিশনের ৭৩৬তম কমিশন সভায় এ নির্দেশ দেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
কমিশন সভায় ক্যাপিটাল ইস্যু বিভাগের কার্যক্রম নিয়ে পর্যালোচনা হয়। ক্যাপিটাল ইস্যু বিভাগের কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে প্রাথমিক গণ প্রস্তাব (IPO), ডেট সিকিউরিটিজ ও ইকুইটি সিকিউরিটিজের মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের ক্ষেত্রে ইস্যু সংক্রান্ত যাবতীয় কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন।
এছাড়াও কমিশন ক্যাপিটাল ইস্যু বিভাগের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে একটি কর্ম – পরিকল্পনা অনুমোদন করেছে।
Posted ১২:১৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan