নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩১ আগস্ট ২০২০ | প্রিন্ট | 259 বার পঠিত
রফতানিকারকদের জন্য ফিনটেকভিত্তিক ফ্যাক্টরিং সেবা চালু করতে প্রাইমাডলার অপারেশনসের সঙ্গে চুক্তি করেছে বেসরকারি মিডল্যান্ড ব্যাংক। এর ফলে স্থানীয় রফতানিকারকরা রফতানির চুক্তির বিপরীতে তাদের মেয়াদি বিলগুলোর মূল্য তাৎক্ষণিক গ্রহণ করতে পারবেন। এতে রফতানিকারকদের নগদ অর্থের প্রবাহ বাড়বে। ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামানের উপস্থিতিতে ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান খোন্দকার তৌফিক হোসেন এবং প্রাইমাডলার অপারেশনসের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মনোয়ার উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় প্রাইমাডলারের বাংলাদেশ লিয়াজোঁ অফিসের মূখ্য অ্যাকাউন্ট অফিসার কাজী সারুয়ার জাহান সানি উপস্থিত ছিলেন। বর্তমানে বিশ্বব্যাপী প্রাইমাডলারের ১২টি অফিস রয়েছে।
Posted ১:৫৮ অপরাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan