নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 312 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রথম বছরেই লভ্যাংশ ঘোষণা না করায় এক্সপ্রেস ইন্স্যুরেন্স কর্তৃপক্ষকে আজ মঙ্গলবার সকালে তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, শেয়ারপ্রতি ১.৩১ টাকা মুনাফা সত্ত্বেও ‘নো’ ডিভিডেন্ড ঘোষণাকে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা মনে করছে কমিশন। একইসঙ্গে কমিশন এ ব্যাপারে কঠিন অবস্থানে যাবে। আজ মঙ্গলবার সকালেই এ বিষয়ে কমিশনের কঠিন সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে সোমবার এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা শেয়ারবাজারের ইতিহাসে এই প্রথম ঘটেছে।
২০১৯ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩১ টাকা। আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.০৪ টাকায়।
Posted ৯:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan